সম্পাদকের নোট: উনিশ শতকের কাবিননামার একটি মনোরম উদাহরণ আমাদের হাতে পৌঁছেছে। ১৮৭৩ খ্রিস্টাব্দে সিলেট অঞ্চলের কুলাউড়ার লংলা স্টেশনের নিকটবর্তী জয়পাশা গ্রাম নিবাসী জনাব খুরসেদ আলী একই এলাকার নইমা বানুর সাথে পরিণয়ে আবদ্ধ হন। পাত্রের পিতা জীবিত থাকলেও পাত্রী ছিলেন পিতৃহারা। ফলে স্থানীয় মোছিম বা মাছুম তাঁর উকিল হিসাবে প্রাপ্তবয়স্ক পাত্রীকে বিয়ে দেন। গুরুত্বপূর্ণ এই দলিলটি আমাদেরকে দিয়েছেন জনাব খুরসেদ আলীর প্রপ্রপৌত্র (great great grandchildren) মোয়াজ আহমেদ চৌধুরী। দলিলটির পাঠোদ্ধার ও বিশ্লেষণ করেছেন স্বনামধন্য গবেষক ও Bengal History Collective (BEHIKA) এর সমন্বয়ক তাহমিদাল জামি।
উনিশ শতকে বিয়ের একটি দলিল
তাহমিদাল জামি
এই বিয়ের দলিলে লক্ষণীয় এর শাদামাটা বৈষয়িক চরিত্র। খোদা ও নবীর স্মরণ বা হামদ-নাত এবং বিয়ের পাত্রপাত্রী-উকিল-সাক্ষীদের উল্লেখের পরে দেনমোহর ৪০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে, যার অর্ধেক তৎক্ষণাৎ পরিশোধ্য। যেহেতু পাত্রের কাছে সেই পরিমাণ ক্যাশ টাকা ছিল না, ফলে সেটি তিনি নিজের পৈতৃক জমির নির্দিষ্ট অংশ কনেকে একেবারে বংশানুক্রমে হস্তান্তর করে দিলেন। আর এই বৈষয়িক হস্তান্তরের লেনদেনটি এতটাই স্পষ্ট ও আনুষ্ঠানিক যে পাত্র যদি কোনক্রমে এই জমি হস্তান্তর নিয়ে গোলমাল করেন তাইলে বিয়ে তালাক হয়ে যাবে। বিয়েকে কেন্দ্র করে এই সুস্পষ্ট বৈষয়িক লেনদেন সম্পাদন করার ক্ষেত্রে কোন রোমান্টিক বাতাবরণ বা রাখঢাক এখানে দৃশ্যমান নয়। এই লেনদেনের দলিলটি খুরসেদ আলী মহাশয় ফেঞ্চুগঞ্জের সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে এনেছেন চার টাকা স্ট্যাম্পে। সাবরেজিস্ট্রার অফিসের কর্মচারী হিসাবে পাওয়া যাচ্ছে নারায়ণ চন্দ্র দাশের নাম। দলিলে জমি পরিমাপের এককগুলি দেশীয়। দেশীয় ভাষাতেই লেখা হয়েছে মূল দলিল, আবার তার দাপ্তরিকীকরণের বেলায় ইংরেজির আস্তরণ পড়েছে সেই বাংলার উপরে।
মুসলমান সমাজে বিয়ের শর্ত বা চুক্তিমূলক চরিত্রটি এইধরনের দলিলে অত্যন্ত স্পষ্ট। হিন্দু বিয়ের কনেসম্প্রদান কিংবা খ্রিস্টান বিবাহের একগামিনৈতিকতার মন্ত্র এই দলিলে পাওয়া যায় না মোটেই। বর ও কনে উভয়ের ব্যক্তিসত্তা এখানে স্পষ্ট যার প্রকাশ ঘটেছে সম্পত্তির মালিকানা, হস্তান্তর ও বিয়ে সম্পাদন ও তার বিচ্ছেদের শর্তের খোলামেলা উচ্চারণে। পাত্রের অন্য বিয়ে করার সম্ভাবনা এখানে অসম্ভব নয়, যেহেতু একদারপরিগ্রহ মুসলমান সমাজে অনিবার্য প্রথা ছিল না, আবার পাত্রীর মর্যাদা প্রতিষ্ঠার্থে তাঁর অনুমতি বিনা আবার বিয়ে করলে বিয়ে তালাক হয়ে যাবে, সেটাও বানান করে বলা আছে। যতদূর জানি, এই ধরনের তালাককেই মুসলমান শাস্ত্রে তালাকে তাফুয়িদ বলে।
পাঠকের সুবিধার্থে আমরা প্রথমে প্রমিত পাঠ ও পরে অবিকল মূল পাঠ উপস্থাপন করেছি। প্রমিত পাঠে আমরা দলিলের একেকটি অংশকে অনুচ্ছেদ আকারে বিন্যস্ত করেছি ও উপশিরোনাম তৃতীয় বন্ধনীতে যুক্ত করেছি যেন একনজরে দলিলটির বক্তব্যের ক্রমপ্রবাহ বোঝা যায়। দলিলের পাঠোদ্ধারে ভুলত্রুটি হওয়া খুবই সম্ভব, বিশেষত স্থাননামের পাঠে বিশেষ জটিলতার মুখে পড়েছি। সহৃদয় পাঠক ভুলগুলো ধরিয়ে দিলে আমরা একটি শুদ্ধপাঠ লাভ করব।
প্রমিত পাঠ
Obverse
STAMP OFFICE FOUR RUPEES চারি টাকা چهار روپیه
Stamp correct under article 15th schedule I of the general stamp act and exculpable (?) sections 21, 23, 28 & 32 of the registration act fees paid 1/ one rupee 3/13/1873
[হামদ ও নাত] সর্ব্বত প্রশংসা খোদাতালার জন্য, ও দরূদ ও সালাম পয়গাম্বর মোহাম্মদ সাহেবের প্রতি ও তাঁর আসহাব ও আওলাদের প্রতি … [বরের পরিচয়] যা হোক, সাকিন পরগনা লঙ্গলা মৌজা জয়পাশা নিবাসী শ্রী সীকন্দর আলী চৌধরির পুত্র আমি শ্রী খুরসেদ আলী চৌধরি আপন বুদ্ধি ও স্বেচ্ছায় [কনের পরিচয়] সাকিন তথার খন্দকার ফজিলতউল্ল্যা মরহুমের কন্যা ৬এ (?) জাতীয় বালেগা শ্রী মুসাম্মাত নইমা বাণুকে, [দেনমোহর ও পরিশোধের শর্ত] তস্য দেনমোহর মবলগ ৪০০ চারশত টাকা সাইনবণ্ডে, তার অর্ধেক অংশ মবলগ ২০০ দুইশ টাকা তলব করা মাত্র পরিশোধ করিব, ও বাকি অর্ধেক অংশ বিবাহ স্থির থাকা পর্যন্ত পরিশোধ করার প্রতিজ্ঞায়, [কনের উকিল] বানু মজকুরের নিযুক্ত করা উকিল সাকিন তথার মৃত মোঃ আপজলের পুত্র মোঃ মোছিমের ওকালতি এবং [দুই সাক্ষী] ঐ ওকালতি প্রমাণীয় উক্ত সাকিনের মৃত (?) মলীক সাদেক পুত্র মোঃ ফজল ওউক্ত পীনার [পরগনার] মৌজা হুসনপুর ইমহার সাকিন জয়পাশা নিবাসী গোলাম মস্তফা চৌধরি মরহুমের পুত্র শ্রী গোলাম আম্বিয়া সাক্ষীদয়ের সাক্ষ্যে ওকালতি প্রমাণ ও তসদিক পাওয়ায়
[সম্মতি] উকিল আপন মক্কেলা বানু মজকুরকে আমার নিকট বিবাহ দেওয়ার উপস্থিত [সম্মতি] পাওয়ায় [বরের স্বীকৃতি] আমি পয়গামবরি চতুর্থ শর্ত মোতাবিক উপরোক্ত বানুকে আপন স্ত্রী [রূপে] আত্মস্বীকার ও অঙ্গীকার করিলাম ও [দেনমোহরের পরিশোধ্য অংশের পরিবর্তে জমি হস্তান্তর] দেনমোহরের অর্ধেক অংশ মবলগ ২০০ শত টাকা তলবকালীন পরিশোধ করা অতি আবশ্যক বাট [কিন্তু] তাহা নগদ পরিশোধ করিতে না পারিয়া তৎপরিবর্তে আমার স্বত্ব-দখলী মিরাস [জমির বিবরণ] শ্রীহট্ট ডিস্ট্রিক্টের অন্তর্গত ফেঞ্চুগঞ্জের সাবডিভিশনের এলাকাধীন কথিত পীনার [পরগনার] মৌজা কাছিমনগর প্রকাশিত মৌজা জয়পাশা সমুদয় ১99৯২|১০ নং তালিকা ম আনওার খারিজা নিষ্কর খানেবাড়ি সং পর্যন্ত নিচের চৌহদ্দির রেখায়িত কমবেশি সহ মন্তাজি ২||১|৪||৯ দুইহাল সাত কেদার এক পাণ্ডা চার যষ্টি এগার পণ জমি [জমি হস্তান্তরের শর্ত] তাহা বানু মজকুরের নিকট বিক্রি করিয়া আপন স্বত্ব ত্যাগী হইয়া তাঁর দান বিক্রয় স্বত্বাধিকার করিয়া দিলাম বিক্রিত ভূমি অদ্য তারিখ অবধি [হইতে] স্বত্ববান ও দখলদার হইয়া আপন পুত্র পুত্রাদিক্রমে ভোগ করিবেন, ইহাতে আমি ও আমার উত্তরাধিকার কাহারো কোন স্বত্ব সম্পর্ক নাই, এবং রহিল না আর প্রকাশ থাকে যে রীতিমতে উক্ত কাবিন রেজিস্টার করাইয়া দিব, যদি না দিই তবে তালাক বায়েন হবে, অর্থাৎ ৩ তালাক হবে, [জমির দলিলের শর্ত] আর বিবি মজকুরির অনুমতি বিনা অন্য স্থানে নিতে পারিব না অথবা ঐ বিপত্র কোন নালিশে উপস্থিত করিতে পারিব না ও [অপর বিবাহের শর্ত] বানু মজকুরের ইজাজত বিনা নিকাহ-শাদী করিতে পারিব না, [তালাকে তাফুয়িদ] যদি অন্যথা করি, তবে কাবিনের দাবি সমঝাইয়া [বুঝাইয়া] দিব এবং উপরের লিখিত তিন তালাক হবে আরআমার ক্রয়ের দলিল নিকালিয়া দিলাম এইসকলের দলিল স্বরূপ অত্র কাবিননামা লিখিয়া দিলাম
[তারিখ] ইতি সাল ১২৭৯ বাংলা মাস ১৩ ফাল্গুনতফসিল চার হদ্দা ১ কির্ত্তা পূর্ব্ব উত্তরে ঐ তালুকের জমি দানাউল্ব্যা, ও দক্ষিণে শ্রী খন্দকার কেফায়তউল্ব্যা, পশ্চিম ২ কিত্তার ভূমি, ইহার মধ্যে রকম স্বকসল (সুফসল?) মওাজি
(উপরে ডানে) শ্রী খুরশেদ আলী
সাক্ষী শ্রী মোঃ আবিদা বানু মাদার লেসা
সাক্ষী শ্রী ছিকন্দর আলী
অপাদ নওসাকে এই নামা লিখিয়া দিলাম আমি শ্রীমোবস্বররু ত্যাহ সাং রাদিয়া (?) মৌজা দ্বাগটিয়া(?)
(উপরে বামে) সাক্ষী শ্রী মনছুর আলি সাকিন পী লঙ্গলা মৌজা আলাপুর (?)
সাক্ষী শ্রী মাকবল কাদির সাকিন পী মজকুর মৌজা গও? নগর
সাক্ষী শ্রী নজিমইদ্দিন আছরমদ… মেটা… বাদে মনসুর লঙ্গলা
সাক্ষী শ্রী য়াবকদিল হামিদ সাকিন পী লঙ্গলা মৌজে মনসুর
Reverse
সন ৭৩/১৯ ফেব্রুয়ারি মোতাবেক সন ৭৯/৯ ফাল্গুন
দিং শ্রীহট্ট ডিষ্টীক্ট কালেক্টরেট বিক্রী শ্রী খুরসেদ আলী সাং পী লঙ্গলা মৌজা জয়পাশা কমীসের কর কিং ৪ চারী টাকা
শ্রী নারায়ণ চন্দ্র দাশ
Presented for Registration between the hours of 2 & 3 pm (?) on the 31st day of march 1873 at the office of the Subregistrar of Phenchuganj by Khorshed ali executant
শ্রী খুরসেদ আলী
31/3/73
Execution & receipt of consideration admitted Khorshed ali of mouzah Joypasa p(argana)h Lungla Identified mohammad I?zzaman the writer of this deed of …
শ্রী মোঃ মাছুম
সাং কামার কান্দি
পী নদ্দীনা
31/3/73
শ্রী খুরসেদ আলী সাং পী লঙ্গলা মৌ জএপাসা
The Seal of the Subregistrar of Phenchuganj
ফেঞ্চুগঞ্জ সাবরেজিষ্ট্রারের মোহর
Registered in Book
Number I
Volume III of
(1873)
Page 124 to 129
Being no 216 … … Sub registrar
9/4/73
Original Reading
Obverse
STAMP OFFICE FOUR RUPEES চারি টাকা چهار روپیه
Stamp correct under article 15th schedule I of the general stamp act and exculpable (?) sections 21, 23, 28 & 32 of the registration act fees paid 1/ one rupee 3/13/1873
সর্ব্বত প্রসঙ্গসা খদাতালার জেন্য ও দ্বরূদ ও সেলাম পেগাম্বর মাহামদ সাহেবর প্রতি ও তেনীর আছহাব ও আওলাদের প্রতি ?ত্র
জাহওক সাকিন পরগনা লঙ্গলা মৌজা জএপাসা নিবাসী শ্রীসীকন্দর আলী চৌধরির পুত্র আমি শ্রী খুরসেদ আলী চৌধরি আপনা বদ্দি ও সেৎসায় সাতথার খন্দকার ফজিলতউল্ল্যা মরহুমের কন্যা ৬এ (?) জাতিয় বলীগা শ্রীমছমাত নইমা বাণুকে তস্য দেনমহর ম ৪০০ চারসত্ব টাকা সাইবণ্ডে তাহার অদ্দেকাংস ম ২০০ দ্বইসত্ব টাকা তলব করা মাত্র পরিছদ করিব ও বাকি অদ্দেকাংস বিবাহ স্থিরতর থাকা প্রজন্ত পরিছদ করার প্রতিজ্ঞায় বানু মজকুরির নিযুক্ত করা উকিল সাং তথার মৃত মঃ আপজলের পুত্র মো মোছিমের উকালত এবং ঐ উকালত প্রমাণীয় উক্ত সাকিনের মৃত (?) মলীক সাদেক পুত্র মো ফজল ও উক্ত পীলার মৌজে হুসনপুর ইমহার সাং জএপাসা নিবাসী গোলাম মস্তফা চৌধরি মরহুমের পুত্র শ্রী গোলাম আম্বিয়া সাক্ষিদএর সাক্ষ্যতাএ উকালত প্রমান ও তছদিক পাওাএ উকিল আপন মৌকিলা বানু মজকুরিকে আমার নিকট বিবাহ দেওার উপস্থিৎ পাওায় আমি পেগামবরি চতুরর্থ সর্ত্ত মতাবিকে উপরক্ত বানুকে আপন স্ত্রি আর্ত্মসীকার ও অঙ্গিকার করিলাম ও দেনমহরের অর্দ্দেকাংস ম ২০০ সত্ব টাকা তলবকালীন পরিছদ করা অতি আবুসক্য বাট তাহা নগদ পরিছদ করিতে নাপারিয়া তদপরিবর্ত্তে আমার এতত্রতা সত্বদখলী মিরাস শ্রীহট্ট্য ডিষ্টকোটের অন্তর্গত ফেঞ্চুগঞ্জর ছবডিবিজানের এলাকাদিন কতিথ পীলার মৌজে কাছিমনগর প্রকাসীত মৌজে জএপাসা সমদ্দিয় ১99৯২|১০ নং তালিক ম আনওার খারিজা নিসকর খানেবাড়ি সং প্রজন্ত নিচের চৌহদ্দার রেখীত কমিবেসী সহ মন্তাজি ২||১|৪||৯ দুইহাল সাত কেদার এক পাণ্ডা চার জষ্টি এগার পন জমি তাহা বানু মজকুরির নিকট বিক্রি করিয়া আপন সত্ব ত্যাগী হইয়া তিনীর দান বিক্রী সত্বাধিকার করিয়া দিলাম বিক্রিত ভোমে অর্দ্য তারিকা বদি সত্ববান ও দখলকার হইয়া আপন পুত্র পুত্রাধিক্রমি ভোগ করিব এহাতে আমি ও আমার উত্তরাধি কেহরর কোন্ব সত্ব সমপ্রক্য নাই এবং রহিলেকনা আর প্রকাষ থাকেজে রিতিমতে উক্ত কাবিন রেজীষ্টর করাইয়া দিমো জদি না দেই তবে তালাক বাএন হবেক অতার্থ ৩ তালাক হবেক আর বিবি মজকুরির অন্বমতি বিনা অর্ন্যস্থানে নিতে পারিমোনা অতবা ঐ বিপত্র কোন্বনালীষে উপস্থিত করিতে পারিবনা ও বান্ব মযুকার ইজাজত বিনা নিকাছাদী করিতে পারিমোনা জদি অর্ন্যথা করি, তবে কাবিনর দাবি সমজাইআ দিব এবং উপরের লিখীত তিনতালাক হবেক আর আমার ক্রয়তা দলীল নিকালীয়া দিলাম এতাবার্থ দলীল সরূপ অত্র কাবিননামা লেখীআদিলাম ইতি সাল ২৭৯ বাং মাহ ১৩ ফাল্গুন তপছিল চারহদ্দা ১ কির্ত্তা পূর্ব্বক উত্তারে ঐ তালুকের জমি দানাউল্ব্যা ও দক্ষিনে শ্রী খন্দকার কেফায়তউল্ব্যা পছিম ২ কিত্তার ভোম এহার মধ্যে রকম স্বকসল মওাজি
(উপরে ডানে) শ্রী খুরশেদ আলী
সাক্ষি শ্রীম আবিদাবান্ব মাদার লেসা
সাক্ষি শ্রীছিকন্দর আলী অপাদ নওসাকে এই নামা লেখি দিলাম আমী শ্রীমোবস্বররু ত্যাহমা???? মৌং দ্বাগটিকে(?)
(উপরে বামে) সাক্ষি শ্রীমনছুর আলি সাং পী লঙ্গলা মৌজা আলাপুর সাক্ষি শ্রী মাকবল কাদির সাং পী মজকুর মৌজা গও? নগর
সাক্ষি শ্রীনজিমইদ্দিন আছরমদ?? মেটা??? ??
সাক্ষি শ্রীয়াবকদিল হামিদ সাং পী লঙ্গলা মৌজে মনছুর
Reverse
সনা? ৭৩/১৯ ফেবওারী ম(তাবেক) সনা ৭৯/৯ ফাল্গুন
দিং শ্রীহাট্যা ডিষ্টী(ক্ট) কালেকট্যরাট বিক্রী শ্রী খুরসত্র আলী সাং পী লঙ্গলা মৌজা জয়পাশা কমীসের কর কিং ৪ চারী টাকা
শ্রী নারায়ণ চন্দ্র দাশ
Presented for Registration between the hours of 2 & 3 pm (?) on the 31st day of march 1873 at the office of the SubRegistrer of Phenchuganje by Khorshed ali executant
শ্রী খুরসেদ আলী
31/3/73
Execution & receipt of consideration admitted Khorshed ali of mouzah Joypasa p(argana)h Lungla Identified mohammad I?zzaman the writer of this deed of …
শ্রী মোঃ মাছুম
সাং কামার কান্দি
পী লঙ্গলা
31/3/73
শ্রী খুরসেদ আলী সাং পী লঙ্গলা মৌ জএপাসা
The Seal of the Subregistrar of Phenchuganj
ফেঞ্চুগঞ্জ সাবরেজিষ্ট্রারের মোহর
Registered in Book
Number I
Volume III of
(1873)
Page 124 to 129
Being no 216 … … Sub registrar
9/4/73