বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারি একজন সাধারণ মুক্তিযোদ্ধার অসাধারণ স্মৃতিকথা এই বইটি। যুদ্ধের শুরুতে বীরবিক্রম সৈয়দ আমীরুজ্জামান রাজশাহীতে ইপিআরের বেতারকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সেই অবস্থান থেকে কোন নির্দেশ বা ঘোষণার অপেক্ষা না করেই দেশপ্রেমের টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সিগন্যাল কোরের একজন সদস্য হয়েও তিনি অস্ত্রহাতে লড়াই করেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ নেন , তাতে যথার্থ বীরত্বের পরিচয় দেন। যুদ্ধের শেষদিকে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বিজয়ের কয়েকদিন পর ভারত থেকে দেশে ফিরে আসেন তিনি।তাঁর যুদ্ধদিনের স্মৃতিকথা বই আকারে প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালে। ২০১৬ সালে বইটির দ্বিতীয় সংস্করণ বের হয়। সৈয়দ আমীরুজ্জামানের পুত্র সৈয়দ তহা ফজলুল ওয়াহেদের অনুমতিক্রমে বইটির সফট কপি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হল।
[3d-flip-book mode=”fullscreen” urlparam=”fb3d-page” id=”2525″ title=”true”]