রামগড়ের ডায়েরি

বীরবিক্রম সৈয়দ আমীরুজ্জামান ১৯৬২ সালের মধ্যভাগে ইপিআরের সিগন্যাল শাখার সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রামের রামগড়ে যান। প্রতিকূল পরিবেশ ও সীমিত সম্পদ নিয়ে কিভাবে সীমান্তরক্ষীদের কাজ করতে হয় সে বিষয়গুলো তারিখ অনুসারে তিনি খাতায় লিপিবদ্ধ করে রাখতেন এবং স্ত্রী রাজিয়া খাতুনকে নিয়মিত চিঠি লিখে জানাতেন। সেই দিনলিপি ও চিঠিগুলি নিয়ে ২০১১ সালে রামগড়ের ডায়েরি প্রকাশিত হয়। সৈয়দ আমীরুজ্জামানের পুত্র সৈয়দ তহা ফজলুল ওয়াহেদের অনুমতিক্রমে বইটির সফট কপি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হল।

[3d-flip-book mode=”fullscreen” urlparam=”fb3d-page” id=”2516″ title=”true”]

Leave a Reply